বর্তমান সময়ে মোবাইল প্রায় প্রতিটি মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিস। যাকিনা সামাজিক যোগাযোগের একটি অন্যতম ও গুরুত্বপূর্ণ মাধ্যম।যার মাঝে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ প্রোয়জনিয় তথ্য।এরমাঝে রয়েছে গুরুত্বপূর্ণ ফোন কল,এসএমএস,ফোনের লোকেশন, ফোনের গুরুত্বপূর্ণ আইএমইআই কোড ও অন্যান্য প্রোয়জনিয় তথ্য ও সিটিং।একবারো খেয়াল করেছেন কি? এ সকল তথ্য আপনার অজান্তে হাতিয়ে নিচ্ছে বা জেনে নিচ্ছে অন্য কেউ। তাই আজকে এমন কিছু কোড নিয়ে আলোচনা করবো যার মাধ্যমে জানা যাবে আপনার মোবাইলটি কতটা নিরাপদ।
নিম্নে আলোচিত কোড গুলো ডায়াল করার মাধ্যমে আপনি উল্লেখিত তথ্য গুলো যানতে পারবেন।
***আপনার অজান্তে আপনার ফোনের এসএমএস,ভয়েস কল অথবা অন্য কোন ডেটা ফরওয়ার্ড হয়ে যাচ্ছে কিনা জানতে ডায়াল করুন *#২১#, তাৎক্ষনিক একটি নোটিফিকেশন এর মাধ্যমে জানানো হবে আপনার মোবাইলের তথ্য অন্য কোন মোবাইলে ট্রান্সফার হচ্ছে কি না।
***আপনার ফোনটি বন্ধ করে রেখেছেন অথচ আপনার বন্ধ থাকা নাম্বারে কল দিলে রিং হচ্ছে, অন্য কোন বা কারো মোবাইলে ফোন চলে যাচ্ছ *#৬২# কোড ডায়াল করলেই আপনি খুব সহজে বুঝতে পারবেন কোন নম্বারে আপনার ফোন কল ও মেসেজ ফরওয়ার্ড হচ্ছে।
**আপনার সখের ফোন আপনার কাছে অনেকটাই প্রিয় ও মুল্যবান।আপনার প্রিয় ও মুল্যবান ফোনটি হারিয়ে যাওয়া অসাভাবিক কিছু নয়।হতে পারে কোথাও ফেলে এসেছেন কিংবা চুরি হয়ে গেছে।সাধারনতো চোর আপনার ফোনটি রিসেট দিয়ে আপনার ফোনের সমস্ত ডাটা মুছে দিবে তার মত করে ফোনটি সাজাবে আপনিও ভাবছেন আপনার আর কিছুই করার নেই।কিন্তু একটু সযেতন হলে ফিরিয়ে পাবেন আপনার ফোনটি।আপনি জানেন কি প্রতিটা ফোনের আলাদা আলাদা আইএমআই কোড থাকে যা পরিবর্তন কারা যায় না।এটি খুবই গুরুত্ব পূর্ণ একটি কোড।*#০৬# এই নম্বার ডায়াল করলে আপনি জানতে পারবেন আপনার ফোনের গুরুত্ব পূর্ণ আইএমআই কোডটি।নোট করুন আপনার ফোনের আইএমআই কোড,ফোন হারিয়ে গেলে কিংবা চুরি হলে আইএমআই কোডটির মাধ্যমে খুব সহজে জানতে পরা যাবে আপনার হারিয়ে যাওয়া ফোনটির লোকেশন।
চলবে.......