মোবাইল অ্যাপ দিয়ে জ্বলবে বাল্ব।
প্রযুক্তি নির্ভর এই পৃথিবীতে , প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির আবিষ্কার মানুষের জীবনকে করেছে সমৃদ্ধ, দ্রুত, সহজ ও সুখের। বিশ্বের উন্নত প্রযুক্তি তৈরির কোম্পানি গুলো প্রতিনিয়ত প্রতিযোগিতামূলক অবস্থান হতে উন্নত মানের পণ্য তৈরি করে যাচ্ছে । পণ্য গুলো যেমনি আধুনিক ও উন্নত তেমনি সাশ্রয়ী ও টেকসই।মানুষের জীবন যাপনকে আরামপ্রিয় ও আরও সহজতর করতে এই কোম্পানিগুলোর প্রচেষ্টা শেষ নেই তাই তো এরকম অসংখ্য কোম্পানি প্রতিনিয়ত উন্নত মানের ও সহজে ব্যবহারযোগ্য প্রযুক্তি পণ্য গুলো উদ্ভাবন করা যাচ্ছে। এমনই একটি পণ্য শাওমির স্মার্ট বাল্ব। স্মার্ট ইন্ডাকশন কুকার আর স্মার্ট রাইস কুকারের পর এবার স্মার্ট বাল্ব এনেছে চীনের টেক জায়ান্ট শাওমি। স্মার্ট ফোনের অ্যাপসের মাধ্যমে এই বাল্ব অফ অন করা যাবরব 1 কোটি 60 লক্ষ রং সাপোর্ট করবে শাওমির স্মার্ট বল্ব। বাল্বটি চলবে 11 বছর পর্যন্ত এটি সংস্থাটির দাবি। বাল্বটিতে এক কোটি 60 লক্ষ রং সাপোর্ট করার ক্ষমতা থাকায় যে কোন কালারে পরিবর্তন করা যাবে বাল্বটি এবং এটি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা যাবে অ্যাপস এর মাধ্যমে।অ্যাপস দিয়ে বাল্বটির রং পরিবর্তন,অফ অন নিয়ন্ত্রণ এমনকি এর আলোর পাওয়ার কম বেশি করা যাবে এই অ্যাপসের মাধ্যমে অর্থাৎ বাল্বটির ব্রাইটনেস নিয়ন্ত্রণ করা যাবে স্মার্ট ফোন থেকেই। শাওমির স্মার্ট এলইডি বাল্ব রয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট আর অ্যামাজন অ্যালেক্সা সাপোর্ট।এমআই হোম অ্যাপ থেকেই এই স্মার্ট এলইডি বাল্ব নিয়ন্ত্রণ করা যাবে শুধু তাই নয় অ্যাপের সাহায্যে এই বাপ কখন অন বা অফ করবেন সেই সময়সূচী ও ঠিক করা যাবে।শাওমির স্মার্ট বাল্বটি 24 শে এপ্রিল ভারতে আনার পর 26 শে এপ্রিল হতে বিক্রয় করা শুরু হয়েছে।
No comments:
Post a Comment